Be a blogger! Share your knowledge.
» » » Bangla Islamic Books Pdf-সেরা ৬ টি আত্বউন্নয়ন ও আত্নশুদ্ধীমূলক ইসলামী বই রিভিও+বোনাস একটি বই [with PDF download link]
TrickNetBD TrickNetBD TrickNetBD

Bangla Islamic Books Pdf-সেরা ৬ টি আত্বউন্নয়ন ও আত্নশুদ্ধীমূলক ইসলামী বই রিভিও+বোনাস একটি বই [with PDF download link]

সেরা ৬ টি আত্বউন্নয়ন ও আত্নশুদ্ধীমূলক ইসলামী বই রিভিও+বোনাস একটি বই [with PDF download link]- Bangla Islamic Books Pdf

বই পড়তে কার না ভালো লাগে। তাই আপনাদের জন্য সংগ্রহ করলাম বাংলায় সেরা ইসলামিক বই। এগুলু বাছাই করা বই যা পড়তে আপনাদের অবস্যই ভালো লাগবে। তো দেরি না করে নিচের রিভিউ গুলো পড়ে দেখুন। এবং ডাউনলোড করে নিন আপনার পছন্দের বই।

Bangla Islamic Books -review and pdf download

১/”বেলা ফুরাবার আগে”-

Bela furabar agee

লেখক: আরিফ আজাদ

প্রকাশনী: সমকালিন

পৃষ্ঠা: ১৮৭

মুদ্রিত মূল্য: ২৮৭

bela furabar agee

 

বই রিভিও


এ বইটতে এমন কিছু কথা আছে যা আপনার মনের উঠোনে ভাবনার খোরাক জোগাতে বাধ্য করবে।তার মধ্য থেকে কয়েকটি কথা শেয়ার করছি-
১/ আল্লাহর উপর যারা ভরসা করে, নির্ভর করে, তারা হতাশ হয়না। দুনিয়ার ব্যর্থতা তাদের আঘাত দেয় না।বরং তারা অপেক্ষার প্রহর গোনে মহাসাফল্যের। সেই সাফল্যের যার প্রতিশ্রুতি দিয়েছন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন।আপনার হৃদয় যখন আল্লাহর উপর ভরসায় টইটম্বুর, তখন সিজদায় যাকারিয়া (আঃ) এর মত বলুন-
وَّ لَمۡ اَکُنۡۢ بِدُعَآئِکَ رَبِّ شَقِیًّا.
হে আমার রব! আমিতো কখনো তোমাকে ডেকে ব্যর্থ হইনি। সূরা মারইয়াম, আয়াত: ৪

২/পৃথিবীর একজন বিখ্যাত সেলিব্রিটি রড্রিগেজ। ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর পূর্বে তিনি লিখেছেন-
পৃথিবীর দামি কোম্পানির গাড়ি পড়ে আছে আমার গ্যারেজে।কিন্তু সেই গাড়িতে আমি আর চড়তে পারছি না।নিত্য নতুন দামি সব ডিজাইনের কাপড় পড়ে আছে আমার ড্রয়ারে কিন্তু সেগুলো আমার গায়ে তোলা সম্ভব নয়। আজ সেগুলো নিতান্তই অকেজো আমার ঘরে। টাকায় ভরতি আমার ব্যাংক একাউন্ট। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই টাকা আজ আর কোনো কাজেই লাগছে না।আমার অত্যাধুনিক বাড়িটা দামি দামি সব আসবাবপত্রে ভরপুর, কিন্তু সেই আসবাবে শুয়ে আমি যে একটু আরাম করব, সেই সুযোগ আর কই? অথচ এমন সময় ও ছিলো,পৃথিবীর যেকোনো প্রান্তে যেতে মন চাইলে আমি আমার ব্যক্তিগত প্লেনে চেপে দিব্যি চলে যেতে পারতাম! আমার জীবনে কোনো কিছুরই অভাব নেই।কিন্তু আমার হৃদয়জুড়ে অভাবের হাহাকার। আমার সবকিছুই আছে কিন্তু সবকিছু থেকে ও আজ আমি কেমন যেন নিঃস্ব!

৩/ ‘যে যুবকের এখন বিয়ের বয়স, কিন্তু নানান প্রতিকূলতায় তার বিয়ের ব্যবস্থা হচ্ছেনা, সে কি কখনো আল্লাহর কাছে হাত তুলে বলেছে, ‘ইয়া আল্লাহ! আমার শরীরে এখন যৌবনের উন্মত্ত উন্মাদনা। আমার সামনে-পেছনে, ডানে-বায়ে, উপরে-নিচে সবখানে ফিতনা আর ফিতনা। ফিতনার এই মায়াজাল ভেদ করে নিজের চরিত্রকে শুদ্ধ রাখাটা আমার জন্য দুঃসাধ্য, কঠিন হয়ে উঠেছে। মাবূদ! আমি ফিতনা থেকে নিজেকে বাঁচাতে চাই। আমি চাই একটি হালাল সম্পর্ক যেখানে আমার চোখ শীতল হবে, আমার হৃদয় তৃপ্ত হবে, আমার অন্তর প্রশান্ত হবে।মাবূদ! আপনার অঢেল, অফুরন্ত ঐশ্বর্য থেকে আমার জন্য কিছু রিযিক নির্ধারিত করুন। আমার জন্য বিয়েটাকে সহজ করে দিন’।’

৪/ নিআমত হিশেবে আমাদের জীবন দান করা হয়েছিল। এই জীবনে বাঁচার জন্য হায়াত হিশেবে কিছু সময় বেঁধে দেওয়া হয় আমাদের। সেই সময়গুলো আমরা কোন কাজে ব্যবহার করেছি? নিআমত হিশেবে আমাকে স্বাস্থ্য দান করা হয়েছিল।সেই স্বাস্থ্য, সেই সুঠাম দেহ নিয়ে আমি কত ওয়াক্ত সালাত আদায় করেছি? কত রাত আমি তাহাজ্জুদে দাঁড়িয়েছি?নিআমত হিশেবে আমাকে ধনসম্পদ দান করা হয়েছিল। সেই ধনসম্পদ কোন পথে আমি ব্যয় করেছি? কতটুকু দান-সাদাকা করেছি?জিজ্ঞাসা করা হবে।

এই বইয়ের কথাগুলো মূলত আত্ম-উন্নয়নমূলক। লেখক আরিফ আজাদ কথা বলেছেন অমিত সম্ভাবনার এক অনন্য দ্বার নিয়ে,যে দ্বার উন্মুক্ত করলেই দেখা মিলবে এক পরম ও প্রবিত্র জীবনের।

আসুন দেখে নিই লেখক কোন বিষয় নিয়ে কথা বলেছেন –
কিভাবে দুঃখ কষ্টর দিনগুলোকে ধৈর্যের সাথে অতিক্রম করতে হয়।ধৈর্যের ফলে যে একসময় পাহাড় ও রাস্তা তৈরি করে দিতে বাধ্য হয় লেখক তা বলেছেন।-

এই কর্পোরেট দুনিয়ায় খ্যাতি, টাকা-পয়সা, ধনসম্পদ এগুলোকে সুখ বলে বিবেচনা করা হয়। কিন্তু আসলে এগুলোতে সুখ নেই। বরং সুখ হলো নিজেকে আল্লাহর কাছে সঁপে দেওয়াতে।
আমরা যে ধনসম্পদের মোহে অন্ধ হয়ে যায় তা যে পরকালে বিন্দুমাত্র উপকারে আসবে না লেখক তা দেখিয়েছেন।
বর্তমান তরুণ সমাজের সম্ভাবনার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হারাম রিলেশনশিপ। লেখক দেখিয়েছেন একমাত্র আল্লাহকে ভয় করার মাধ্যমে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।
তাছাড়া ফজরের সালাতে জাগতে না পারা এবং তার সমাধান নিয়ে কথা বলেছেন।অথচ সালাতের চেয়ে দামি কোন জিনিস এ পৃথিবীতে নেই।
এছাড়া এ বইতে লেখক আরো বিভিন্ন সমস্যাকে তুলে ধরে সেগুলোর সমাধান ধরে এগিয়েছেন।আমাদের ভিতরে জাগিয়ে থাকা অমিত সম্ভাবনাকে তিনি জাগিয়ে তোলার চেষ্টা করেছেন সর্বাত্মকভাবে- Bangla Islamic Books

 

বেলা ফুরাবার আগে PDF Download Link

 

২/বই: মুক্ত বাতাসের খোঁজে-

Mukto Batasher Khoje

লেখক: লস্ট মডেস্টি

প্রকাশনায়ঃ Ilmhouse Publication
পৃষ্ঠা: ২৩০
মুদ্রিত মূল্য: ২৩০

বই রিভিও


ভয়ঙ্করতম এক আসক্তিতে ছেয়ে গেছে পুরো দুনিয়া। তাগড়া যুবক, উচ্ছল কিশোর, মধ্যবয়সী আংকেল, সাধাসিধা উইনিভার্সিটি টিচার… কারো নাম বাদ পড়েনি এই আসক্তির ছোবল খাওয়াদের তালিকায়। খুব সহজেই এই আসক্তির উপকরণ সংগ্রহ করা যায়, প্রায় বিনামূল্যেই। পাওয়া যায় হাত বাড়ালেই। একদম হাতের মুঠোয়। তিলে তিলে শেষ করে দেয় এক একটা মানুষকে। বাহ্যিক সুন্দর অবয়বের ভিতরে তিলে তিলে গড়ে উঠে ভয়ানক এক দানব। আসক্তির নাম ‘পর্নোগ্রাফ আসক্তি’|

পর্ন, পর্নোগ্রাফি, ব্লু ফিল্ম। একটা অসুখ। প্রতিটা গোঁফের রেখা গজানো কিশোর মুখের দিকে তাকান, প্রতিটা উদ্দাম কলেজপড়ুয়া স্বপ্নবাজ তরুণ, ভার্সিটির চোখ নামিয়ে চলা প্র্যাক্টিসিং ছাত্র, গালফোলা দুই বেণিওয়ালা বাচ্চা মেয়ে, জ্যামে ঝুলে থাকা প্রতিটি কর্মজীবীর ঘর্মাক্ত মুখের দিকে তাকান। বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই সত্যি। এক কঠিন দুরারোগ্য অসুখে ভুগছে প্রতিটি মানবসন্তান। অথবা যেকোনো সময় মহামারির গ্রাস হবার অপেক্ষায়।

আপনার কেবল দাঁড়াতে শেখা মেয়েটার দিকে একটু তাকান। সদ্যভূমিষ্ঠ ছেলেটার দিকে তাকান। কী এক মড়কওয়ালা শ্মশান রেখে যাচ্ছেন তার জন্য!
‎এখন ঠিক এই মুহূর্তটিতে আপনার জন্য সবচেয়ে জরুরি এই বইটি পড়া, অক্সিজেনের চেয়েও। বিশ্বাস করুন—হ্যাঁ, আপনার শ্বাসের চেয়েও।

আপনাকে বুঝতে হবে, আপনাকে জাগতে হবে; না হলে অনেক দেরি হয়ে যাবে । অনেক দেরি। আপনাকে স্মরণ করতে হবে, “আপনি একজন যোদ্ধা”। প্রবাহতাড়িত একটি “গড্ডল” না আপনি। একটু মনে করার চেষ্টা করুন, আপনি যুদ্ধ করার জন্যই জন্ম নিয়েছেন। আর এ যুদ্ধে আপনি জিতবেন, আপনাকে জিততে হবে। এ জয় ছাড়া আপনার হাতে আর কোনো অপশন নেই। দমবন্ধ এই পৃথিবীতে আপনার খুঁজে নিতে হবে মুক্ত বাতাস। যেখানে চোখবুজে লম্বা শ্বাস টেনে নিলে নির্মল শীতল বাতাস পূর্ণ করবে আপনার প্রতিটি অ্যালভিওলাস। পরবর্তী প্রজন্মের অভিশাপের আর্তনাদ থেকে বাঁচতে আপনাকে নিশ্চিত করতে হবে তাদের অধিকার—একঝলক মুক্ত বাতাস।- Bangla Islamic Books

মুক্ত বাতাসের খোঁজে (PDF Download)

৩/বই: সুবহে সাদিক-

Subhe Sadik

লেখক: খুররম জাহ মুরাদ

প্রকাশক: বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থ্যট(বিআইআইটি)
পৃষ্ঠা: ১৩৭
মুদ্রিত মূল্য: ১২০

বই রিভিও


সুবহে সাদিক গ্রন্থটি খুররম জাহ মুরাদের ১৯৯৩ সালে যুক্তরাজ্যে তরুন শিক্ষার্থীদের মাঝে প্রদত্ত কতকগুলো ভাষনের সংকলন।

সর্বমোট ৭টি অধ্যায়ে ভাগ করে বইটির আলোচনা করা হয়েছে এবং এতে মানবজীবনের সবকটি বিষয় ব্যাখা করা হয়েছে।

বইটির প্রতিটি পাতায় পাতায় জীবনের সমস্যা এবং সমাধানের বিশ্লেষন করা হয়েছে।
যেমন-আমাদের ভুল বা অন্যায় যত বড়ই হোক, আল্লাহ তায়াল্য তার চাইতে ও বড় দয়ালু মন নিয়ে আমাদের ক্ষমা করার জন্য আমাদের অনুতাপ প্রত্যাশা করেন।
কাজেই কখনো ও আল্লাহ তায়ালার কাছে ক্ষমা করার জন্য আমাদের অনুতাপ প্রত্যাশা করেন।
কাজেই কখন ও আল্লাহ তায়ালার কাছে ক্ষমা চাইতে দেরি বা দ্বিধা করা উচিত না,এমনকি যে পাপ পুনঃপুন হয় তার জন্য|- Bangla Islamic Books

 

সুবহে সাদিক (PDF DOWNLOAD LINK)


 

 

৪/বই: মুসলিম যুব সমাজের ক্যারিয়ার গঠন ও দক্ষতা উন্নয়ন-

Muslim Jubo Somajer Carrier Gothon o Dokkota Unnoion

লেখক: আব্দুদ্দাইয়ান মুহাম্মদ ইউনুস

প্রকাশক: সবুজপত্র
পৃষ্ঠা: ৩৫০
মুদ্রিত মূল্য: ৩০০

‍বই রিভিও


এটি আমার দেখা এমন একটি বই যাতে লেখক তাত্বিক আলোচনার পাশাপাশি তার বাস্তব জীবনের অনেক অভিজ্ঞতা বর্নণা করছে ক্যারিয়ার বিকাশের জন্য |
বইটি এইসএসসি/আলিম ও‌ ডিগ্রি লেভেলের ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে লিখেছেন| তবে ক্যারিয়ার গঠনে পরিবার, শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ, সংগঠন ও রাষ্ট্রের ব্যাপারেও সংক্ষেপে আলোচনা করা হয়েছে |
একজন ছাত্রকে পড়াশোনার বাইরেও অনেক কাজ করতে হয়| পরিবার, সমাজ, রাষ্ট্র ও সংগঠনের সাথে সম্পৃক্ত বিভিন্ন দায়িত্ব পালন করতে হয়| এ ধরনের বহুমুখী কাজে ভারসাম্য রক্ষা করতে হয়| তাই একটি অধ্যায়ে ভারসাম্যপূর্ন জীবনগঠন ও সময়ব্যাবস্থাপনা সম্পর্কে আলোকপাত করা হয়েছে অত্যন্ত চমৎকারভাবে|

পৃথীবির বিভিন্ন দেশে ক্যারিয়ার গঠন ও দক্ষতা উন্নয়নের বিষয় নিয়ে প্রচুর বই রয়েছে যা একজন শিক্ষার্থীকে অনেক কিছু সহজে, সুন্দরভাবে করার টেকনিক এবং সুবিন্যস্তভাবে পড়াশোনা করার কৌশল জানিয়ে দেয়| যার ফলে ছাত্র-ছাত্রীরা আরো বেশি ক্যারিয়ার গঠন ও দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে প্রোডাক্টিভ হয়|

তাই‌ এই বইটি প্রত্যেক শিক্ষার্থীর অবশ্যই মন দিয়ে পড়া উচিত|- Bangla Islamic Books

মুসলিম যুব সমাজের ক্যারিয়ার গঠন ও দক্ষতা উন্নয়ন(PDF DOWNLOAD LINK)


৫/বই:  বি স্মার্ট উইথ মুহাম্মদ-

Be Smart With Muhammad

লেখক: ড. হিশাম আল আওয়াদি

অনুবাদ: মাসুদ শরীফ
প্রকাশক: গার্ডিয়ান পাবলিকেশনস
পৃষ্ঠা:১৫০

বই‌ রিভিও


বি স্মার্ট উইথ মুহাম্মদ” এই বইয়ের সবচেয়ে বড় বিষয়বস্তু হচ্ছে- আপনি কিভাবে বড় হবেন ও মহানবী (সা.) কিভাবে বড় হয়েছেন, আপনার শিশুকাল ও মহানবী (সা.) এর শিশুকাল কতটুকু সুন্দর ছিল।কিভাবে একজন মানুষের জীবন শিশুকাল থেকে যৌবনকাল পর্যন্ত বিভিন্ন প্রতিকূলতা পেরিয়ে সুন্দরভাবে গড়ে তুলা যায় মুহাম্মদ (সা.) তার উৎকৃষ্ট উদাহরণ।

এর মাধ্যমে আমরা সবাই আমাদের নবীর(সা.) জীবন অনুসরন করে নিজেদের জীবন গুছিয়ে নিয়ে পারবো| আর আরো প্রোডাক্টিভ হতে পারবো দুনিয়া ও আখিরাতের পাথেয় সংগ্রহে|- Bangla Islamic Books

বি স্মার্ট উইথ মুহাম্মদ(PDF Download Link)

 

৬/বই: “পড়ো”-

Poro

লেখক: ওমর আল জাবির

প্রকাশনী: সমকালীন প্রকাশন

পৃষ্ঠা:১৮৭

মুদ্রিত মূল্য: ২২০

বই রিভিও


“পড়ো” বইটি পড়ার পর কুর’আন বুঝে পড়ার গুরুত্ব বাড়িয়ে দিবে। বইটি পড়লে আল-কুরানআনের কিছু আয়াতগুলোকে নতুনরূপে উপলব্ধি করতে পারা যাবে।

বইটির কিছু সুন্দর দিক হচ্ছে যে, বাস্তবধমী উদাহরণ এর ব্যবহার, যেমন কিভাবে আমরা কুর’আন ভুলভাবে ব্যাখা করে নিজেদের সুবিধামত করে কাজে লাগাচ্ছি।
আমাদের নিজেদের ধর্ম সম্পর্কে অজ্ঞতা , যে আয়াত গুলো আমাদের আরাম আয়েশের পক্ষে থাকে আমরা সেই গুলো মানি। যে গুলো বিপক্ষে যায় তা বাতিল করে দেই।

বইটিতে আরো ব্যাখ্যা করা হয়েছে, (macro evolution) পক্ষে কোনোই প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি, কিন্তু বিজ্ঞানীদের বিবর্তন নিয়ে এতই দৃঢ় ‘ঈমান’ যে ডারউইনের বিবর্তনবাদ ‘থিওরি’কে তারা স্কুলের কারিকুলামের অন্তর্ভুক্ত করে দিয়েছে। কোটি কোটি ছেলে-মেয়ে স্কুলে শিখছে যে ডারউইনের বিবর্তনবাদ একটি ফ্যাক্ট—প্রতিষ্ঠিত সত্য, এ নিয়ে কোনো সন্দেহ নেই।

এবং কুরআনের আয়াতের আলোকে আমরা কারো সাথে কিভাবে কথা বলবো, কিভাবে ব্যাবহার করবো, পারিবারিক আত্মীয়তার সম্পর্ক, সূরা ফাতিহা যা আমরা শিখিনি , আমরা কি বোকার মতো বিশ্বাস করবো ? কারা শেষ পর্যন্ত সফল হবে ? ইত্যাদি অনেক টপিক |

বইটি খুব অসমাপ্ত মনে হয়| ‘পড়ো’র সূচিপত্র দেখে বইটি
পড়ার আগ্রহ জাগাটা খুব স্বাভাবিক।
এক কথায় অসাধারন একটি বই |- Bangla Islamic Books

পড়ো PDF DOWNLOAD LINK

 

 


[Extra Book]বোনাস বই: 

সফল বিতার্কিক বক্তা ও নেতা হওয়ার কৌশল-

sofol bitarkik, bokta o neta houar koushol

লেখক ও প্রকাশক: জাতীয় বিতর্ক মঞ্চ

পৃষ্ঠা: ২৬৪
মুদ্রিত মূল্য: ২৫০

বই রিভিও


আমরা প্রায় সবাই চাই একজন ভালো বিতার্কিক, বক্তা ও নেতা হতে| শুধু ছাত্রজীবনেই নয়| কর্মজীবনেও এই গুন গুলো অবশ্যই দরকার যা একজন মানুষ তার সফলতার জন্য ব্যবহার করতে পারে|

বিতর্ক এমন একটি অনুশীলননির্ভর বাকশিল্প যার মূল লক্ষ্য সত্য উদঘাটন নয় বরং সত্য যাচাই করা।
এটির মাধ্যমে একজন ব্যাক্তি নিজেকে উপস্থাপন করতে পারে, নেতৃত্বের বিকাশ ঘটে, জ্ঞানগত যোগ্যতা বৃদ্ধি পায় এবং প্রতিপক্ষের মোকাবেলা করার যোগ্যতা বিকশিত সহ আরো অনেক লাভ হয়|

একজন ভালো বক্তা হওয়ার জন্য বিভিন্ন বিষয়ে জ্ঞান রাখতে হয় এবং নানা ধরনের দিকনির্দেশনা মেনে চলা দরকার যা এই বইটিতে সুনিপুনভাবে ব্যাখ্যা করা হয়েছে|

নেতৃত্ব(Leadership) একটি গুরুত্বপূর্ণ বিষয়| যেখানেই দলবদ্ধ কাজ প্রয়োজন হয় সেখানেই দরকার হয় নেতৃত্ব এবং নেতৃত্ব দেয়ার মতো একজন ব্যাক্তি অর্থাৎ একজন নেতা| যে নেতৃত্ব যতো বেশি
মজবুত সেই দলবদ্ধ কাজ ততো বেশি ভালো হবে|
একজন ভালো নেতা হওয়ার জন্য এই ‌বইটিতে আছে অত্যন্ত চমৎকার দিকনির্দেশনা| এককথায় অসাধারন একটি বই| 
তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রত্যেক ব্যাক্তিকে এই বইটি পড়া উচিত|

সফল বিতার্কিক বক্তা ও নেতা হওয়ার কৌশল(PDF DOWNLOAD LINK)

 

 

ধন্যবাদ পোস্টটি পড়ার ও‌ দেখার জন্য!!!

 

[PARADOXICAL SAJID] এর PDF নিয়ে নিন খুব অল্প ডাটা খরছ করে।[17MB]

 

 

 

The post Bangla Islamic Books Pdf-সেরা ৬ টি আত্বউন্নয়ন ও আত্নশুদ্ধীমূলক ইসলামী বই রিভিও+বোনাস একটি বই [with PDF download link] appeared first on Trickbd.com.



Report Print

About Author


0 Response to "Bangla Islamic Books Pdf-সেরা ৬ টি আত্বউন্নয়ন ও আত্নশুদ্ধীমূলক ইসলামী বই রিভিও+বোনাস একটি বই [with PDF download link]"

Post a Comment

Back to top
About UsSitemap
Contact UsDisclaimer
AdvertiserPrivacy Policy
About UsSitemap
Terms Of UseCopyright Issues