Be a blogger! Share your knowledge.
» » » এন্ড্রোয়েড মোবাইলের জন্যে সেরা গ্রাফিক্সের ১০ টি জনপ্রিয় গেম ।
TrickNetBD TrickNetBD TrickNetBD

এন্ড্রোয়েড মোবাইলের জন্যে সেরা গ্রাফিক্সের ১০ টি জনপ্রিয় গেম ।

আমার প্রথম পোস্টে আমি আপনাদের সাথে শেয়ার করবো এন্ড্রোয়েড মোবাইলের জন্যে তৈরি করা সেরা গ্রাফিক্সের ১০ টি জনপ্রিয় গেম ।

1. 𝐀𝐥𝐢𝐞𝐧 𝐝𝐫𝐢𝐯𝐞 𝐦𝐞 𝐜𝐫𝐚𝐳𝐲

এলিয়েনরা পৃথিবীতে আক্রমণ করে আপনার কয়েকজন বন্ধুকে তুলে নিয়ে গেছে । এখন আপনার কাজ হচ্ছে সেখানে একাকী আক্রমণ চালিয়ে এলিয়েনদের মেরে তাদের উদ্ধার করা । এখানে আপনাকে গাড়ি চালিয়ে এক রাজ্যে থেকে অন্য রাজ্যে যেতে হবে । গেমটিতে ১৫০+   লেবেল রয়েছে । 


Download Alien drive me crazy

2. 𝐏𝐫𝐢𝐦𝐞 𝐩𝐞𝐚𝐤𝐬

এটি এন্ড্রোয়েডের 𝐇𝐢𝐥𝐥 𝐜𝐥𝐢𝐦𝐛 𝐫𝐚𝐜𝐢𝐧𝐠 এর মতোই একটি গেম । তবে এই গেমটার গ্রাফিক্স 𝐇𝐢𝐥𝐥 𝐜𝐥𝐢𝐦𝐛 এর চেয়ে অনেক বেশি সুন্দর । এই গেমটি ব্যাক্তিগত ভাবে আমার অনেক প্রিয় ।


Download prime peaks

3. 𝐃𝐚𝐝𝐝𝐲 𝐰𝐚𝐬 𝐚 𝐭𝐡𝐢𝐞𝐟

এই গেমে বাবার চরিত্রে অভিনয় করা আপনার চাকরি হারিয়ে গেছে । কোন চাকরি না পাওয়ায় এখন আপনার কাজ হচ্ছে ব্যাংক ডাকাতি করে জীবন কাটানো । গেমটি খেলে আপনি অসাধারণ মজা পাবেন ।


Download Daddy was a thief

4. 𝐌𝐚𝐫𝐛𝐥𝐞 𝐚𝐠𝐞

এটি ভিন্ন রকমের একটি বাবল স্যুটিং গেম । বাবল গুলো এক স্থান থেকে বের হয়ে অন্য স্থানে গিয়ে শেষ হবে । এর মধ্যেই আপনাকে সবগুলো বাবল মিলিয়ে শেষ করতে হবে । আপনি ইচ্ছে করলেই গেমটির সবগুলো লেভেল শেষ করতে পারবেন ।


Download marble age

5. 𝐀𝐧𝐠𝐫𝐲 𝐛𝐢𝐫𝐝𝐬 2

এই গেমটি সমন্ধে নতুন করে বলার কিছুই নেই । এই গেমটি Angry birds সিরিজের সবচেয়ে সেরা গেম । তাছাড়া ছোট বড় সবাই এই গেমটি খেলতে পারবেন ।এই গেমটার গেমপ্লে , সাউন্ড ও গ্রাফিক্স এক কথায় অসাধারণ । আমি এখন‌ও পর্যন্ত গেমটির ১৮০০+ লেবেল শেষ করেছি ।


Download angry birds 2

6. 𝐀𝐦𝐢𝐠𝐨 𝐏𝐚𝐧𝐜𝐡𝐨

এটি একটি অসাধারণ বুদ্ধিদীপ্ত গেম । একজন লোককে বুদ্ধি খাটিয়ে বিভিন্ন বাঁধা অতিক্রম করে মোবাইলের নিচে থেকে উপরে পাঠাতে হবে । বুদ্ধি খাটিয়ে খেলতে থাকলে এই গেমটি আপনাকে অনেক চৌকস করে তুলবে ।

Download Amigo Pancho

7. 𝐀𝐧𝐭𝐢𝐬𝐭𝐫𝐞𝐬𝐬

এই গেমটি সময় কাটানোর জন্য খুবই উপযোগী । এখানে আপনি বিভিন্ন রকমের টয় নিয়ে খেলা করতে পারবেন । এখানে প্রায় ৩৬+ গেম রয়েছে। সবগুলো গেম ফ্রীতে খেলতে হলে আপনাকে এর মোড ভার্সনটি ডাউনলোড করতে হবে ।



Download Antistress

Antistress mod apk

8. 𝐅𝐢𝐧𝐝 𝐭𝐡𝐞 𝐝𝐢𝐟𝐟𝐞𝐫𝐞𝐧𝐜𝐞

এই গেমটির মাধ্যমে আপনি আপনার চোখের পরীক্ষা করতে পারবেন । এই গেমে ৭৭৮টি ছবি রয়েছে । এক‌ই ছবি দুই রকমের দেওয়া হবে । আপনাকে ছবি দুইটির মধ্যকার অমিল খুঁজে বের করতে হবে ।

Download find the difference
9. 𝐓𝐰𝐨 𝐩𝐥𝐚𝐲𝐞𝐫 𝐠𝐚𝐦𝐞 

এই গেমে ২৫ অসাধারণ গেম রয়েছে । সবগুলো গেম আপনি একা কম্পিউটার মোডে অথবা অফলাইনে দুইজন বন্ধু মিলে একসাথে খেলতে পারবেন । কিছুদিন পর পর এখানে নতুন গেম যোগ করা হয়। বর্তমানে গেমটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে ।



Download Two player game
10. 𝐆𝐫𝐚𝐧𝐝 𝐭𝐡𝐞𝐢t 𝐚𝐮𝐭𝐨 – 𝐕

এই গেমটির নাম শুনেনি এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন ।। এই গেমটি আপনাকে পুরো একটি শহর উপহার দিবে। আপনি ইচ্ছে করলে একা একা পুরো শহরে ঘুরতে পারবেন । এটি একটি অফেন ওয়ার্ল্ড অফলাইন পেইড গেম । তবে আপনি বিভিন্ন সোর্স থেকে এই গেমটি ফ্রীতে ডাউনলোড করতে পারবেন । 


ট্রিকবিডিতে এটাই আমার প্রথম পোস্ট । ভূল-ত্রুটি দয়া করে ক্ষমা করবেন । আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন । আপনার একটি ভালো কমেন্ট আমাকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবে ।

Facebook

আল্লাহ হাফেজ

The post এন্ড্রোয়েড মোবাইলের জন্যে সেরা গ্রাফিক্সের ১০ টি জনপ্রিয় গেম । appeared first on Trickbd.com.



June 27, 2020

Report Print

About Author


3 Responses to "এন্ড্রোয়েড মোবাইলের জন্যে সেরা গ্রাফিক্সের ১০ টি জনপ্রিয় গেম ।"

Back to top
About UsSitemap
Contact UsDisclaimer
AdvertiserPrivacy Policy
About UsSitemap
Terms Of UseCopyright Issues