Android এ Launcher কি বা এর কাজ কি?
আস্সালামুআলাইুম…
হ্যালো বন্ধুরা !
আমি মিজানুর রহমান, ট্রিকবিডির থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ! আশা করি ট্রিকবিডির প্রতিটি পোস্ট আপনাদের কাছে ভাল লাগবে?
আজ আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করবো Android এ Launcher কি বা এর কাজ কি?
তাহলে সাথে থাকুন শেষ পর্যন্ত ,
➥কথা না বাড়িয়ে কাজ এ চলে যাই।
Android এ Launcher কি বা এর কাজ কি?
অনেকের মনেই প্রশ্ন থাকে এই যে android এ Launcher ব্যবহার করি কিন্তু এই launcher এর মানে কি তা আদো জানি না
তাই আজ আমি আপনাদের এর উত্তর নিয়ে পোষ্ট করলাম চলুন দেখা যাক এর মানে
Android Launcher কি:-
“Launch” শব্দটির অর্থ হচ্ছে শুরু করা বা আরম্ভ করা। আর “Launcher” শব্দটির অর্থ আরম্ভকারী। অর্থাৎ, যার মাধ্যমে শুরু বা আরম্ভ করা হয়। একটু বিস্তারিত বলতে গেলে বলা যায়, অ্যান্ড্রয়েডে Launcher হচ্ছে সেই জিনিস যা আপনার।মোবাইলের “Main View’ প্রদর্শন করে। আপনার ফোনের বিভিন্ন Featuresকে মোবাইলের Home Screen ফুটিয়ে তুলতেই মূলত Launcher ব্যবহৃত হয়ে থাকে। মানে Launcher এর মাধ্যমে আপনি আপনার মোবাইলকে নতুন ইন্টারফেস দিতে পারবেন।
Launcher এর মাধ্যমে মোবাইলের Homescreens, Application Drawer, Witgets, Theme ইত্যাদির UI বা User Interface ফুটিয়ে তোলা হয়। প্রায় প্রত্যেক Mobile Phone Company তাদের ফোনে নিজস্ব Launcher ব্যবহার করে, যাকে Stock Launcher বলা হয়ে থাকে। যেটা সব ফোন কম্পানিই Default হিসেবে দিয়ে থাকে।
তাছাড়া Google Play Store অনেক জনপ্রিয় Third Party
Launcher পাওয়া যায়, যার এক একটির এক এক রকম ফিচার বা সুবিধা। যেগুলো ব্যবহার করে ফোনটিকে আরো সুন্দর ও আকর্ষনীয় করে তোলা যায়।
কিছু জনপ্রিয় Third Party Launcher:-
→360 Launcher
→ADW Launcher
→Apex Launcher Pro
→Apus Launcher
→Dodol Launcher
→Go Launcher EX
→L Launcher Prime
→Next Launcher 3D Shell
→Nova Launcher Prime
→Smart Launcher
→Smart Launcher 2
→Solo Launcher
→SPB Shell 3D
→Windows 7/8 Launcher ইত্যাদি।
তো পেয়ে গেলেন আপনার কাংখিত সমস্যার সমাধানটি এবার এনজয় করুন.
➥সকল প্রকার টিপস পেতে ট্রিকবিডির সাথে থাকুন।
ধন্যবাদ সবাইকে…
খোদা হাফেজ
The post [জেনে নিন] Android এ Launcher কি বা এর কাজ কি? appeared first on Trickbd.com.
About Author
0 Response to "[জেনে নিন] Android এ Launcher কি বা এর কাজ কি?"
Post a Comment