Be a blogger! Share your knowledge.
» » » আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকেই আপনি কীভাবে পাইথন কোড রান করবেন দেখে নিন।
TrickNetBD TrickNetBD TrickNetBD

আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকেই আপনি কীভাবে পাইথন কোড রান করবেন দেখে নিন।

প্রিয় ট্রিকবিডির ব্যবহারকারী এবং ভিজিটর,
আশা করছি বর্তমান পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিয়ে মায়াবী পৃথিবীর অপরূপ সুন্দরতা উপভোগ করছেন।
আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করবো সেই বিষয়টা হলো

“আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে আপনি কিভাবে পাইথন কোডকে রান করাবেন এবং সুন্দর ভাবে পাইথন কিভাবে শিখবেন”

পাইথন হলো প্রোগ্রামিং ভাষা যা বর্তমান প্রোগ্রামারদের কাছে খুবই জনপ্রিয় একটা প্রোগ্রামিং ভাষা। কম্পিউটার কিন্তু মানুষের কথা বোঝে না তাকে তার প্রোগ্রাম দিয়েই নির্দেশনা দিতে হয়। তো অনেকেই প্রোগ্রামিং শিখতে চান কিন্তু বিভিন্ন সমস্যা এমন ভাবে আপনার কাছে সম্মিলিত হয় যে আপনার শখ অথবা ইচ্ছাকে আপনি তখন মুছে ফেলতে চান।

অনেকেই পাইথন শিখতে চান কিন্তু আপনাদের হয়তো অনেকেরই ডেক্সটপ অথবা ল্যাপটপ না থাকাই আপনারা আপনাদের শখ থেকে পিছিয়ে আসেন, তবে হ্যাঁ আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন থেকে থাকে তাহলে আপনি আপনার স্বপ্নের পথে পাড়ি দিতে পারেন হ্যাঁ আমি বলতে চাচ্ছি আপনি অ্যান্ড্রয়েড ফোন থেকেই পাইথন কোড রান করতে পারবেন। আর আপনি যদি পাইথন প্রোগ্রামিং জানেন তাহলে আপনি বহু কিছু করতে পারবেন ওয়েব ডেভেলপিং, মোবাইল অ্যাপলিকেশন ডেভেলপমেন্ট, মেশিন লার্নিং ইত্যাদি।

তো এখন চলে আসি মূল টিউটোরিয়ালে সর্বপ্রথম আপনি গুগল প্লে স্টোরে যদি সার্চ করেন QPython 3L তাহলেই আপনি নিচের স্ক্রিনশটের মতো অ্যাপটি পেয়ে যাবেন আর তারপরেই Install বাটনে ক্লিক করুন।

আর আপনি যদি অ্যাপটি খুঁজে পেতে সমস্যা অনুভব করেন তাহলে QPython 3L Download Link থেকে ডাউনলোড করে নিবেন। আর ডাউনলোড শেষে অ্যাপটি ওপেন করুন।

এখন অ্যাপটির ভেতরে প্রবেশ করলে আপনার থেকে স্টোরেজ পারমিশন চাইবে আপনি দিয়ে দিবেন।

এখন চলুন Editor অপশনে যাওয়া যাক।

এখন আপনার কোডটি লিখে স্ক্রিনশটে চিহ্নিত অপশনে ক্লিক করুন।

এখন পাইথন এক্সটেনশন দিয়ে ফাইলটি সেভ করে নিন।

এখন আপনি কোডটি রান করতে চাইলে স্ক্রিনশট চিহ্নিত জায়গাতে ক্লিক করুন।

এখন আউটপুট দেখুন।

এখন আপনি চাইলে আপনার এডিটরের থীমেরও বদল ঘটাতে পারেন, তার জন্য তিন ডটে ক্লিক করুন।

এখন Color theme তে ক্লিক করুন।

এখন আপনার পছন্দের একটা থীম সিলেক্ট করুন আমি টিউটোরিয়ালের জন্য Matrix থীমটি সিলেক্ট করছি।

এখন দেখুন আমার থীমটি বদলিয়ে Matrix থীম ডিসপ্লে করছে।

আশা করি আমি আপনাদের সুন্দর এবং সহজ ভাবে বুঝাতে সক্ষম হয়েছি।

ভালো থাকুন সুস্থ থাকুন প্রিয় মানুষকে ভালো রাখুন সবসময় পজিটিভ থাকুন সকল সময় মোটিভেট থাকুন; ধন্যবাদ।

The post আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকেই আপনি কীভাবে পাইথন কোড রান করবেন দেখে নিন। appeared first on Trickbd.com.



Report Print

About Author


0 Response to "আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকেই আপনি কীভাবে পাইথন কোড রান করবেন দেখে নিন।"

Post a Comment

Back to top
About UsSitemap
Contact UsDisclaimer
AdvertiserPrivacy Policy
About UsSitemap
Terms Of UseCopyright Issues