আসসালামু আলাইকুম
স্বাগতম সকল ট্রিকবিডি মেম্বার
আজকের পোস্টের বিষয় হল:-
1)Gmail Bombing কি
2) জিমেল বম্বিং কিভাবে করব
3) জিমেইল Bombing এর লাভ বা ক্ষতি
———Gmail Bombing——-
আগে জেনে নেই Gmail বম্বিং কি। মনে করুন আপনি আপনার ফোন থেকে আপনার বন্ধুকে 100 মেসেজ পাঠালেন কোন প্রয়োজন ছাড়া এতে তেমন কোন ক্ষতি না হলেওযসে কিছুটা বিরক্ত হয়েছে সে তার প্রয়োজনীয় কাজ করতে পারতেছে না আপনার মেসেজের জন্য। এটাই বোম্বিং।
——Gmail Bombing কিভাবে করবেন——
Gmail বম্বিং করার জন্য অনেক সিস্টেম থাকতে পারে তবে আমার কাছে যে সিস্টেম টা আছে আমি সেটা আপনাদের শেয়ার দিচ্ছি।
এটি একটি python3 কমান্ড লাইন টূল যা রান করার জন্য আপনার টার্মিনাল সফটওয়্যার প্রয়োজন
১) প্রথমে প্লে স্টোর থেকে টারমাক্স সফটওয়্যার ইন্সটল করে নিন
২) কমান্ডগুলো একটি একটি করে কপি করে পেস্ট করে দিন
i)pkg install git -y
ii)pkg install python
iii)git clone https://ift.tt/3gzUy2b
iv)cd gmail-attack
v)python3 g_attack.py
অবশেষে সফল ভাবে আপনি tool টি Run করেছেন
আপনার পরবর্তী স্টেপ শুরু করা যাক:
i)এখানে গিয়ে গুগল একাউন্টে les secure অপশনটি এনাবল করে দিন https://ift.tt/2qvTXGx
//প্রতি স্টেপ কমপ্লিট করার পর ইন্টার করবেন
ii) আবার Termux মধ্যে যাই
আপনার ই-মেইল লিখুন(myMain@gmail.com)
iii) আপনার ই-মেইলের পাসওয়ার্ড(Ex12345) লিখুন(পাসওয়ার্ড শো করবে না)
iv) victim এর ইমেইল এড্রেস লিখুন এবার যাকে mail bomb করতে চান(victim@gmail.com)
v) যে Message লিখতে চান সেই টা লিখুন(Love You Baby)
vi) কত সংখ্যকবার মেসেজ সেন্ড করতে চান সেটা লিখুন(1000)
যদি সবকিছু ঠিকঠাক দেন তাহলে মেল বম্বিং শুরু হয়ে যাবে।
আর যদি less secure off থাকে বা জিমেইল পাসওয়ার্ড Wrong প্রবেশ করেন তাহলে এই মেসেজ শো করবে
//INBOX PROOF
[x] The username or password you entered is incorrect.
[x] Check if the Options of Applications are less secure is enabled
—-Gmail Bombing লাভ বা ক্ষতি—–
এটা মত লাভ বা ক্ষতির জন্য করা হয় না এটা ফান করার জন্যই মূলত করা হয়। আমি যখন প্রথম পাইথন শিখি তখন এই mail library নিয়ে কাজ করি। তখন আমার মনে হল যে একটি একই sms যদি একজনকে বারবার পাঠাই তাহলে সেটা দিয়ে বোম্বিং ব্যবহার করা যাবে। সেই আইডিয়া নিয়ে খুব ছোট্ট একটি প্রোগ্রাম ডেভলপ করি।
তবে আপনি যদি কাউকে 10000 mail সেন্ড করেন তাহলে সে যখন তার inbox প্রবেশ করবে তাহলে তার সমস্ত inbox আপনার mail ভরে যাবে। এগুলো একটা একটা করে delete ছাড়া আর কোন উপায় নেই। যা অনেক সময় টার্গেটের লস করবে।
—Advantage Of This Bomber—-
gmail Attack Tool সকল মেসেজ ইনবক্সে সেন্ড করবে কোন mail spam যাবে না ।যদি আপনি 10000 মেসেজ সেন্ড করেন 10000 মেসেজ সেন্ড হবে যখন আপনার ফোনের ডাটা On আছে ম্যাসেজ সেন্ড হতেই থাকবে কোনভাবে কানেকশন Close হবে না।
Request All Viewer—- :
আমি একটা জিনিস ফলো করেছি যে ট্রিকবিডি কোন কিছুকে পোস্ট করলে সেটা কেডিট অন্যকেউ Edit করে নিজের নামে চালিয়ে দেয়।
ওপেনসোর্স প্রজেক্টে আমাদের শিখার জন্য সেটা এডিট করে নিজের নামে চালিয়ে জ্ঞান বাড়বে না। যদি আপনি সেটাকে এডিট করে আরো এডভান্স কোন কিছু এড করেন তাহলে সেটার মান বৃদ্ধি হবে ।
ভাই যেহেতু এটা ওপেনসোর্স আপনি ব্যবহার করুন কোন সমস্যা নেই কিন্তু আমার কষ্টের দাম অবশ্যই রাখবেন কোন ভাবেই ক্রেডিট ছাড়া কেউ কপি করবেন না।
About Me:-
From:Cyber Security
Facebook:Team Bangladesh
YouTube:Gm Smart Hacker
The post (TheGm404) আসুন আমরাও একটু মজা করি চিনি এবং পরিচিত হই Gmail Bombing সাথে appeared first on Trickbd.com.
About Author
0 Response to "(TheGm404) আসুন আমরাও একটু মজা করি চিনি এবং পরিচিত হই Gmail Bombing সাথে"
Post a Comment