Be a blogger! Share your knowledge.
» » » যেভাবে পিসিতে অভ্র কিবোর্ডের পুরোনো লে-আউট ইউজ করবেন (Bijoy Keyboard Problem)
TrickNetBD TrickNetBD TrickNetBD

যেভাবে পিসিতে অভ্র কিবোর্ডের পুরোনো লে-আউট ইউজ করবেন (Bijoy Keyboard Problem)

আসসালামু আলাইকুম,

PC তে বাংলা টাইপিং এর সবচেয়ে জনপ্রিয় Software হলো Avro Keyboard
আজ আমি আপনাদের দেখাবো কিভাবে অভ্র কিবোর্ডের লে-আউট সমস্যাটির সমাধান করবেন।

প্রথমে সমস্যাটি ভালো করে জানি:

যারা বিজয় কিবোর্ড কিনেছেন বা বেশ পুরোনো কিবোর্ড ইউজ করছেন তারা এই সমস্যাটি ফেস করে থাকবেন। সেটি হলো অভ্র এর নতুন ভার্সন গুলোতে (5.1.0 or Latest) National(Jatia) Layout use করার সময় “ব” এবং “আ-কার”(া) এর অবস্হানটি আমাদের পিসির কিবোর্ডের সাথে মিলে না, যার ফলে লিখতে প্রচুর সমস্যা হয়। নিচের ছবিতে সমস্যাটি আপনারা দেখতে পাবেন

 

সবচেয়ে সহজ সমাধান:

সমাধান হলো UniBijoy Layout install করা। ছবিতে দেখতে পাচ্ছেন, আমার Avro তে কোন UniBijoy layout টি নেই। আপনারো থাকবে না।

চলুন এবার install করি:

১. প্রথমে এই লিংক থেকে Unibijoy Layout টি ডাউনলোড করুন।

Unibijoy Layout Download Link

২. এবার Just install এ ক্লিক করুন। আর install এর আগে অবশ্যই আপনার অভ্র Software টি close করে নেবেন।


৩. এবার install হয়ে গেলে পুনরায় Avro Software Open করুন, এবার দেখুন আমাদের Unibijoy Layout টি চলে এসেছে।


এবার Unibijoy Select করে টাইপিং করতে থাকুন।

আজ এ পর্যন্তই, আল্লাহাফেজ!

The post যেভাবে পিসিতে অভ্র কিবোর্ডের পুরোনো লে-আউট ইউজ করবেন (Bijoy Keyboard Problem) appeared first on Trickbd.com.



Report Print

About Author


0 Response to "যেভাবে পিসিতে অভ্র কিবোর্ডের পুরোনো লে-আউট ইউজ করবেন (Bijoy Keyboard Problem)"

Post a Comment

Back to top
About UsSitemap
Contact UsDisclaimer
AdvertiserPrivacy Policy
About UsSitemap
Terms Of UseCopyright Issues