Be a blogger! Share your knowledge.
» » » Google account এ ক্রেডিট কার্ড add করে নিয়ে নিন এক মাসের YouTube Premium
TrickNetBD TrickNetBD TrickNetBD

Google account এ ক্রেডিট কার্ড add করে নিয়ে নিন এক মাসের YouTube Premium

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বেশি কথা বলে চলুন শুরু করা যাক।
প্রথমে ক্রেডিট কার্ড সম্পর্কে জেনে নেই।
ক্রেডিট কার্ড হল একটি বিশেষ ধরনের পরিশোধ ব্যবস্থার অংশ হিসেবে ব্যবহৃত প্লাস্টিক কার্ড, যা ওই পরিশোধ ব্যবস্থার ব্যবহারকারীদেরকে ইস্যু করা হয়।
এই ট্রিকটি ব্যাবহার করার জন্য আপনাকে কার্ডের তিনটি জিনিস জানতে হবে।
১.কার্ডের নাম্বার
২. এক্সপাইরি ডেট
৩. সিকিউরিটি নাম্বার

তাহলে শুরু করা যাক :
১. প্রথমে ক্রেডিট কার্ড জেনারেট করব। ক্রেডিট কার্ড জেনারেট করার বিন জানা জরুরি।
এখানে আমি YouTube premium নেওয়ার জন্য বিন দিলাম।
🔰 BIN YOUTUBE 🔰

📤| BIN: 511114211037xxxx
📤| FECHA: 05/25
📤| CVV: rnd
📮| IP: INDIA🇮🇳

২.বিন পাবার পর ক্রেডিট কার্ড জেনারেট করা জন্য
আমরা https://namso-gen.com/ যাব।সেখানে উপরের খালি বক্সে বিন বসাব, এক্সপাইরি ডেট বসাব, তারপর জেনারেট এ ক্লিক করব।
(এখানে Quantity আপনার ইচ্ছে মত বসাতে পারেন।)
এরপর সব কপি করে নিবেন।

৩. এরপর https://ift.tt/2VEQvZR এ যাবেন। সেখানে খালি বক্সে কপি করা কার্ড গুলো পেষ্ট করে স্টার্ট এ ক্লিক করবেন। সেখানে লাইভ,ডেড, আননউন ভাবে আলাদা হয়ে যাবে। আমাদের দরকার হচ্ছে লাইভ কার্ড গুলো।

৪. তারপর tunnel VPN দিয়ে ইন্ডিয়া সিলেক্ট করে কানেক্ট করব।
৫. এরপর pay.Google.com এ যাব (ফ্রেশ জিমেইল হলে সবচেয়ে ভালো)। সেখানে add a payment method এ ক্লিক করব।

৬. একটি পেজে নিয়ে যাবে। সেখান থেকে লাইভ কার্ড গুলোর যেকোন একটি বসাবেন। তারপর এক্সপাইরি ডেট বসাবেন,তারপর সিকিউরিটি কোড ( সিকিউরিটি কোড অবশ্যই মনে রাখবেন পারলে কোথাও লিখে রাখুন)

৭. এরপর আপনাকে address দিতে বলবে। কান্ট্রি ইন্ডিয়া সিলেক্ট করুন।
এরপর প্রথম Address line 1 এ যেকোন নাম্বার লিখুন। (যেমন: আমি এখানে 400001 লিখেছিলাম) দেখবেন কিছু ঠিকানা আপনাকে অটো সাজেষ্ট করছে। সেগুলো যেকোনো একটি সিলেক্টে করুন।
ব্যস এবার নিচে সেভ ক্লিক করলেই হয়ে যাবে।


৮. এবার YouTube.com এ যান। সেখানে ডান পাশের প্রোফাইল সাইন টাতে ক্লিক করুন।

৯. Get YouTube premium এ ক্লিক করুন।

১০. Try it free তে ক্লিক করুন।

১১. 1 month free তে ক্লিক করুন।

১২. এখানে আপনি যে কার্ডটি add করেছিলেন সেটার সিকিউরিটি কোড চাইবে। কোড বসাবেন। এরপর buy এ ক্লিক করুন।


ব্যাস পেয়ে গেলেন ১ মাসের তুমিনল প্রিমিয়াম। 🙂

The post Google account এ ক্রেডিট কার্ড add করে নিয়ে নিন এক মাসের YouTube Premium appeared first on Trickbd.com.



Report Print

About Author


0 Response to "Google account এ ক্রেডিট কার্ড add করে নিয়ে নিন এক মাসের YouTube Premium"

Post a Comment

Back to top
About UsSitemap
Contact UsDisclaimer
AdvertiserPrivacy Policy
About UsSitemap
Terms Of UseCopyright Issues