Be a blogger! Share your knowledge.
» » » যেকোনো নাম্বার থেকে ফ্রীতে নিজের ফোনে কল নিয়ে আসুন। কোনো এমবি বা টাকা লাগবে না।
TrickNetBD TrickNetBD TrickNetBD

যেকোনো নাম্বার থেকে ফ্রীতে নিজের ফোনে কল নিয়ে আসুন। কোনো এমবি বা টাকা লাগবে না।

প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । আজ নিয়ে এলাম আপনাদের জন্য একদম নতুন একটা টপিক। আর কথা বাড়াবো না কাজের কথায় আসি ।

• ঝামেলা থেকে মুক্তি। 

• বিরক্তিকর সভা। 

• বিরক্তিকর কথোপকথন। 

• বন্ধুদের সাথে মজা করতে বা বোকা বানাতে। 

• অর্থহীন সাক্ষাৎকারের মতো একটি বিশ্রী পরিস্থিতি থেকে নিজেকে বাঁচানোর জন্য এই অ্যাপটি ব্যবহার করতে পারেন।

আসলে আমি বলতে চাচ্ছি যে, আপনি যেকোনো নাম, নাম্বার থেকে নিজের ফোনে কল আনতে পারবেন। কোনো টাকা, এমবি, নেট কানেকশন লাগবে না।

মূল বৈশিষ্ট্য:

••• আপনি যেকোনো নাম এবং নাম্বার দিয়ে নিজের ফোনে 🄵🄰🄺🄴 🄲🄰🄻🄻 করতে পারবেন।উদাহরণস্বরূপঃ 

• মা/বাবা, বন্ধু, গার্লফ্রেন্ড, ইত্যাদি যেকোনো নাম্বার থেকে ফেক কল করতে পারবেন। 

• যার নামে কল আনতে চান, তার ছবি সেট করতে পারবেন। 

• নিজের ইচ্ছামতো 𝖗𝖎𝖓𝖌𝖙𝖔𝖓𝖊 সেট করতে পারবেন। 

• ফোনের 🅟🅞🅦🅔🅡 বোতাম একসাথে ৪ বার চালু এবং বন্ধ করলে নিজে থেকেই যার নামে সেট করেছেন তার নামে Fake Call চলে আসবে। 

• ফোন আপনার হাতে থাকা অবস্থায় ডানে এবং বামে জোরে আর তাড়াতাড়ি ঝাঁকুনি ( ⓢⓗⓐⓚⓔ ) দিলেই নিজে থেকেই ফেক কল চলে আসবে। 

• আপনি ইচ্ছা করলে 𝐚𝐮𝐝𝐢𝐨 𝐫𝐞𝐜𝐨𝐫𝐝 করে সেট করে রাখলে, যখন Fake Call আসলেই সেই রেকর্ড নিজে থেকেই বেজে উঠবে। এতে সবাই মনে করবে যে, আপনি আসলেই ফোনে কথা বলছেন। 

• আপনি আপনার সুবিধামত 𝖙𝖎𝖒𝖊 সেট করতে পারবেন। অথবা সাথে সাথে 5 Seconds এর মধ্যে কল আনতে পারবেন।

এখন দেখুন কিভাবে এই 𝖋𝖆𝖐𝖊 𝖈𝖆𝖑𝖑 অ্যাপ এর সব সেটিং করবেন। 𝕤𝕖𝕥𝕥𝕚𝕟𝕘 এ গিয়ে নিচের ফটোতে দেখানো ৩ টি অপশন‌ই চালু করে দিন। তারপর 𝙘𝙖𝙡𝙡𝙚𝙧 𝙞𝙣𝙛𝙤 তে গিয়ে ছবি, নাম, নাম্বার সেট করে নিন। এখন ᴄᴀʟʟ ᴛʜᴇᴍᴇs এ গিয়ে কেমন স্টাইলে কল আনতে চান, সেটা সিলেক্ট করুন। এখন আপনি 𝖗𝖊𝖈𝖊𝖎𝖛𝖊 𝖈𝖆𝖑𝖑 𝖓𝖔𝖜 লেখাতে ক্লিক করলেই ৫ সেকেন্ড পর কল চলে আসবে। কল আসলে 𝐫𝐞𝐜𝐞𝐢𝐯𝐞 করলেই, একদম আসল কল আসলে যেরকম দেখায়, ঠিক সেরকমই হবে। আপনি চাইলে নায়ক/নায়িকা, ইত্যাদি যেকোনো ফেমাস ব্যক্তির নাম দিয়ে বাচ্চাদের সাথে মজা করতে পারেন।

দাবি অস্বীকার:

ফেক কল, ফেক কলার আইডির আসল ইনকামিং কলের কোনো বৈশিষ্ট্য নেই – এটি কেবল একটি সিমুলেটেড ইনকামিং কল। এই অ্যাপ্লিকেশনটি কেবল দরকারে ব্যবহার করার জন্য। স্ক্রিনশট এবং আইকনগুলিতে ব্যবহৃত চিত্রগুলি কেবল অ্যাপটি সম্পর্কে আপনাকে জানাতে। ভালো লাগলে নিচের লিঙ্ক থেকে fake call অ্যাপটি ডাউনলোড করতে পারেন।

Download Fake Call

তাহলে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন TrickBD এর সাথে থাকুন।ধন্যবাদ ।

The post যেকোনো নাম্বার থেকে ফ্রীতে নিজের ফোনে কল নিয়ে আসুন। কোনো এমবি বা টাকা লাগবে না। appeared first on Trickbd.com.



Report Print

About Author


0 Response to "যেকোনো নাম্বার থেকে ফ্রীতে নিজের ফোনে কল নিয়ে আসুন। কোনো এমবি বা টাকা লাগবে না।"

Post a Comment

Back to top
About UsSitemap
Contact UsDisclaimer
AdvertiserPrivacy Policy
About UsSitemap
Terms Of UseCopyright Issues