আজকে দেখাবো ফেসবুক লক আইডি আনলক করার ২টি ম্যাজিক ট্রিকস । তো চলেন শুরু করি!
“১ নাম্বার ট্রিকস কিভাবে এক মিনিটে Learn More থেকে Get Started আনবেন”
প্রথম ধাপ: প্রথমে আপনি আপনার লক আইডি ওপেন করবেন। তারপর দেখবেন উপরে যে URL আছে। ঐটা সম্পূর্ণ কপি করে নিবেন।
দ্বিতীয় ধাপঃ তারপর লিংকটা নোট প্যাডে গিয়ে ইডিট করতে হবে। স্কিনশোটে দেখেন আমি কোথায় থেকে কতোটুকু অংশ কপি করেছি। ঠিক তেমনি আপনি ও আপনার লিংক এতোটুকু কপি করে নিবেন।
তৃতীয় ধাপঃ তারপর আপনি যে লিংক কপি করলেন। সেটি নিচে দেওয়া লিংকের Token=পাশে Paste করে দিবেন
লিংকঃ https://ift.tt/2RI1zYo &_rdr#_=_
এবার সম্পূর্ণ লিংক কপি করে নিবেন। আগের URL মুছে নতুন Link টা Paste করে দিবেন।
তারপর Go তে ক্লিক করবেন। তারপর Learn More থেকে Get Started চলে এসেছে।
নোটঃ যদি প্রথম বারে না আসে। তাহলে অন্য ব্রাউজার দিয়ে একই ভাবে বার বার ট্রাই করবেন।
“২ নাম্বার ট্রিকস, কিভাবে কোনো প্রকার Get Started না এনেই সরাসরি Identify Name Of Friends অপশন আনবেন।
প্রথম ধাপঃ আপনার আইডি Learn More অবস্থায় রাখবেন। তারপর উপরের লিংকটা ইডিট করতে হবে। দেখেন %2F….. লিখা আছে। এখন আপনি % পাশে আরেক % নিবেন। এখন দুই % মাঝে লিখবেন %2Ffpc% তার বাকি অংশ যেমন থাকবে তেমনই রাখবেন।
- দ্বিতীয় ধাপঃ তারপর Go তে ক্লিক করলেন Identify Name Of Friends অপশন চলে আসবে। তারপর Continue তে ক্লিক করে ৫টা ছবি নামের সাথে মিল রেখে আইডি আনলক করে নিবেন।
নোটঃ যাদের আইডি Identify name of friends মাধ্যমে আইডি আনলক করা Available তাদেরই শুধু Continue বাটুমে ক্লিক করলে কাজ করবে।
আজ এইটুকু। আপনারা বুঝতে না পারলে কমমেন্ট করবেন অথবা আমার ভিডিওটি দেখে আসতে পারেন। এছাড়াও কিভাবে বার্থডে অথবা নাম্বারের মাধ্যমে আইডি আনলক করবেন সেটাও আমার ইউটিউব চ্যালেনে দেখে আসতে পারেন।
ধন্যবাদ প্রিয় ট্রিকবিডি লাভারদের।
The post নিজে লিংক ইডিট করে ফেসবুক লক আইডি আনলক করুন!! appeared first on Trickbd.com.
About Author
0 Response to "নিজে লিংক ইডিট করে ফেসবুক লক আইডি আনলক করুন!!"
Post a Comment